গ্রীন চাঃএখনি অর্ডার করুন
উপকরণঃ বাছাইকৃত চা পাতার কুড়ি।
উপকারিতাঃ সাধারন চায়ের থেকে এক্সিলেন্ট গ্রীন চা ভিন্ন সাদের। অনেকের কাছে গ্রীন চা আকর্ষণীয় হলেও ভিন্ন সাদের কারনে খেতে পছন্দ করেন না।
বিভিন্ন গবেষনায় গ্রীন চা এর অনেক উপকারিতার কথা জানা গেছে, যেমন-
১। বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয় ও রোগ প্রতিরোধ করে।
২। শরীরের চর্বি ও ওজন কমাতে সহায়তা করে। উচ্চ রক্তচাপ ও কোলেষ্টরেল সহ হার্ট এ্যাটাকের এর ঝুঁকি ৩০% কমায়।
৩। এন্টি-অক্সিডেন্ট সমৃদ হওয়ায় তকের বলি রেখা রোধ করে।
৪। ডায়বেটিক নিয়ন্ত্রনে সহায়তা সহ দাঁতের খয়রোধ ও মাড়ি শত্ত করে।
চা তৈরির নিয়মঃ
ফুটন্ত গরম ১ কাপ পানির ম মধ্যে ১ টি ব্যাগ রেখে ১-২ মিনিট নাড়াচাড়া করুন। প্রয়োজনমোত চিনি অথবা মধু মিশান।
টি ব্যাগ যত বেশী সময় গরম পানির কাপে থাকবে তত বেশী গুনাগুন বৃদ্ধি করে।
মুল্য ৪৩০ টাকা।
আরও বিস্তারিত। জানতে এবং
অর্ডার করতে
inbox করুন আমাদের পেজ এ
অথবা কল করুন: +8801831152574
https://www.facebook.com/ONLINESHOP.COM.KP/
Facebook Comments