ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক পৃথক অভিযানে ৮ জুয়াড়ি ও ২ মাদক ব্যবসায়ীসহ মোট ১০ জনকে আটক করা হয়েছে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহ সদরের বোররচর এলাকা থেকে নগদ ১ হাজার ৪০০ টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও সদরের শম্ভুগঞ্জ এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো জুয়াড়ি সেলিম মিয়া (২৬), মিলন মিয়া (২৬), সোহরাব আলী (৩২), সেলিম (৩৫), মোহাম্মদ আলী (৩৫), আলম মিয়া (৪০), নাজিম উদ্দিন (৫২), তফিল মিয়া (৫৫)।
এছাড়া মাদক ব্যবসায়ীরা হলো উজ্জল মিয়া ও মাসুদ রানা। আরো জানা যায় গত ১৬ই মার্চ রোজ শনিবার তাদেরকে আটক করা হয়েছে। গত ১৭ই মার্চ রোজ রবিবার তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।
তপু রায়হান রাব্বি
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
Facebook Comments