1. admin@shadinbangla24.com : স্বাধীনবাংলা24ডটকম : MD NUR
  2. lakshmipuronline@yahoo.com : কাসেমপণ্ডিত : কাসেম পণ্ডিত
  3. mrinalkanti1818@gmail.com : Mrinal Kanti Majumder : নিজস্ব প্রতিনিধি
  4. www.noyonkomar96@gmail.com : noyon komar : noyon komar
  5. nurhosseneub@gmail.com : nur hossan : মুহাম্মদ নোমান ছিদ্দীকী
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেন কমলনগর উপজেলা আওয়ামী তাঁতীলীগ শিবপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিবপুরে নবাগত ইউএনও শাহ মোঃ সজীব এর যোগদান কমলনগরে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা,ইয়াবাসহ প্রধান আসামি গ্রেফতার ‘প্রেসক্রিপশন পয়েন্টে অভিযানের নেপথ্যে মন্ত্রীর ছেলে’ দুমকীতে লুথার‍্যান এর দূর্ণীতি তদন্তে এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালকের আগমন স্ত্রীকে নিয়োগ দিতে সনদ জালিয়াতিসহ সবই করলেন প্রধান শিক্ষক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাকছুদ (৩৫)এক জনের মৃত্যু ফেনীর দাগনভূঞায় অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় তিন দোকানির জরিমানা




রামগতি-কমলনগরের মেঘনা নদীর তীর বাঁধ নির্মাণ তদারকিতে সেনাবাহিনীকে যুক্ত করার দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৫২ বার পড়া হয়েছে

কমলনগর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ তদারকিতে সেনাবাহিনীকে যুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কমলনগর উপজেলার পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনের আয়োজন করে কমলনগর নদী শাসন সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার সকালে মানববন্ধনে বক্তরা বলেন, মেঘনার ভয়াবহ ভাঙনে জেলার রামগতি-কমলনগর উপজলা ক্ষত-বিক্ষত। ভাঙনের মুখে দুই উপজেলার লাখো মানুষ ভিটেমাটি হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামগতি-কমলনগর উপজেলার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য তিনহাজার একশ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন।

এলাকাবাসীর দাবি এই বিশাল প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে দিয়ে কাজটি সম্পূর্ণ করা হোক। না হলে অতিতের মত এই টাকা লুটপাট হয়ে যাবে। নদীর তীর রক্ষা হবেনা। তিনহাজার একশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও ওই প্রকল্পে গত সপ্তাহে পানি উন্নয়ন বোর্ড প্রথম পর্যায়ের কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু করে।

এতে সাধারণ ঠিকাদার দিয়ে নিম্ন মানের কাজ করা হলে কমলনগরের মাতাব্বরহাটের মত অবস্থা সৃষ্টি হবে। বাঁধ ভেঙে আবারও লোকালয় ভেঙে তছনছ হয়ে যাবে। আর তাতে জনস্বার্থে সরকারের দেওয়া এই বিশাল প্রকল্পটি জনগনের কোন কাজে আসবেনা। নদী বাঁধের টাকা সেই নদীতেই ভেসে যাবে ।

তাই রামগতি-কমলনগরের সাড়ে সাত লাখ মানুষের প্রাণের দাবি অবিলম্বে এই প্রকল্পটি জনগনের স্বার্থে দেশপ্রেমিক সেনাবাহিনীর মাধ্যমে করানো হোক। তাতে টেকসই বাঁধ নির্মাণ হবে। আর প্রধানমন্ত্রীর সেই ওয়াদাও রক্ষা হবে।এ এলাকার মানুষের ভিটেমাটি রক্ষা পাবে।

মানববন্ধনে বক্তারা এই মেগা প্রকল্পের বরাদ্ধ দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণে ঠিকাদার নয়, সেনাবাহিনীকে যুক্ত করার যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন ।

সংগঠনর আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চরলরেন্স ইউপি চেয়ারম্যান আহসান উল্যাহ হিরন,যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্ত প্রমুখ।

এই দাবিতে গত কয়েকদিন ধরে রামগতি-কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে একাধিক কর্মসূচি পালন করা হয়।

Facebook Comments




আরো পড়ুন




ফেসবুক পেজ






© All rights reserved © shadinbangla24.com
Theme Developed BY Desig Host BD