রিপন মজুমদার নোয়াখালীনো ঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড লাউতলী গ্রামের নাজির আলীর বাড়ীর ওমান প্রবাসী ইয়াছিন মাহমুদ রুবেলের স্ত্রী, ২ সন্তানের জননী, তানজিনা খানম নিপু (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহতের শাশুড়ী মনোজা খাতুনের দাবি সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে সকাল ১১ টায় নিপুর মৃত্যু হয়।অপরদিকে নিহতদের স্বজনদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড।সঠিক তদন্তের মাধ্যমে উক্ত হত্যা কান্ডের বিচার দাবি করেছেন গৃহবধূর পরিবারের সদস্যরা।
এদিকে গৃহবধূর মৃত্যুর পর থেকে শশুর রুহুল আমিন পলাতক আছেন।
এলাকাবাসী সুত্রে জানা যায়, পরিবারটিতে দীর্ঘদিন যাবত সম্পত্তিগত বিরোধ থাকার কারণে গৃহবধূ নিপুকে প্রায়ঃশই শশুরবাড়ীর লোকজন মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করতো।নিহতের ননদ স্মৃতি বেশিরভাগ সময় বাবার বাড়ীতে থেকে ভাইয়ের সংসারে খবরদারী করতো বলে ও জানা যায়।
তানজিনা খানম নিপু সেনবাগের ৬ নং কাবিলপুর ইউনিয়ন ডোমনা কান্দী গ্রামের পাঠান বাড়ীর সাকায়েত উল্লাহ খাঁনের
বড় মেয়ে। নিপুর ২ টি অবুঝ শিশু বড় মেয়ের বয়স ৫ বছর, ছোট ছেলের বয়স ২ বছর।
নিহত গৃহবধূর পরিবারে চলছে শোকের মাতম। তারা সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার রহস্য উন্মোচন করে এই হত্যাকান্ডের বিচার চেয়ে প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।
Facebook Comments