আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়। বুধবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে ‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি কমাতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ কার্যক্রম উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, মুখ্য আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিল্লুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহমেদ, কৃষক লীগের সভাপতি মোঃ শাহ আলম, ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজ কোঃ লিঃ এর আরএসএম কৃষিবিদ আতিকুল হক ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক-কৃষানি প্রমুখ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মহিউদ্দিন মজুমদার বলেন, ইঁদুর আমাদের দেশে খাদ্য শস্য ধ্বংস করছে। তাই আমরা ইঁদুর নিধন করতে না পারলে খাদ্য শস্য রক্ষা করা সম্ভব নয়। এখন অত্যাধুনিক প্রযুক্তি বের হয়েছে আমরা সেগুলো ব্যবহার করে ইঁদুর নিধন করতে পারি।
Facebook Comments