এ.কে.এম মাসুদ রানাঃ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শিবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভা,দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, শিবপুর,নরসিংদী এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতিকের সু্যোগ্য সন্তান, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক ভূঞা মোহন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোপালগঞ্জের কৃতি সন্তান মোঃ সালাউদ্দিন মিয়া, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান (ভুল)মাস্টার, সাবেক কমান্ডার, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ,মোঃ আসাদুজ্জামান আসাদ,যুগ্ন সাধারণ সম্পাদক, শিবপুর উপজেলা আওয়ামীলীগ, বাবু বিপ্লব চক্রবর্তী-আহবায়ক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, শিবপুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ফজলে রাব্বি খান-যুগ্মআহবায়ক,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, শিবপুরসহ সংসদের অন্যান্য নেত্রীবৃন্দ, শিবপুর প্রেসক্লাবের সভাপতি ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিবপুর পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডারবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধার সন্তানগন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,অপু সারোয়ার, সদস্য সচিব, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, শিবপুর -নরসিংদী।
Facebook Comments