আবদুল্লাহ আল মামুন:
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস ২০২২ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং ব্র্যাকের সহযোগিতায় উপজেলা পরিষদ বিজয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় আতার্তুক মিজান মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির সভাপতি ও সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনিন আক্তারের সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল, শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মোঃ ইস্কান্দর নূরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পদক আবদুল আউয়াল স্বপন, সরকারী ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মহি উদ্দিন, আতার্তুক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, আজিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ফারুক আহমেদ মজুমদার, পূর্বচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন প্রমুখ। র্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
Facebook Comments