আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ এবং ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় (উপকরণ প্রাপ্তদের) অসহায় হতদরিদ্রের মাঝে ইজিবাইক, সেলাই মেশিন, গাভী, হাঁস-মুরগি ও হাঁস-মুরগির আবাসস্থল প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ বিজয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম, জেলা সিনিয়র সহকারী কমিশনার (ত্রাণ ও পূনর্বাসন শাখা ও গোপনীয় শাখা) সজীব কান্তি রুদ্র, সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) পূদম পুষ্প চাকমা, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এছাড়াও তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সৌন্দর্যবর্ধন ও রের্কডরুমের আধুনিকায়ন কার্যক্রম এবং দুধমুখা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ‘জয়িতা কর্ণার’ এর উদ্বোধন করেন। পাশাপাশি ইয়াকুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদ ও পৌর ভূমি অফিস পরিদর্শন করেন। শেষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য জায়লস্কর ইউনিয়নে নির্মাণাধীন ঘরের নির্মাণ কার্যক্রমও পরিদর্শন করেন।
Facebook Comments