মোঃ নুর হোসেন কমলনগর প্রতিনিধিঃ কমলনগর উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়।
বাংলাদেশের কোথাও এইরকম ছনের ঘর আছে বলে জানা নেই। অথচ কমলনগরে ৪নং চর মার্টিন ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তিন বারের নদীর ভাঙ্গা এক বৃদ্ধার ছনের ঘরটি ঘুর্ণিঝড় সিত্রাং লন্ড-ভন্ড করে দেয়।
তিনি আরো জানান, আমার দুটি ছেলে আছে কিন্তু বিয়ের পর আমাকে দেখাশোনা করে না। আমি কোন রকম অন্যের যায়গায় ছনের বসতঘরটি করে ছেলে সন্তান নিয়ে জীবন যাপন করি। সেই দিন ঘূর্ণিঝড় সিত্রাং আমার কুঁড়ে ঘরটি কেড়ে নিল।
এখন আমি বড় অসহায় আমার কোন আয় রোজগার নেই, আমি যে আবার একটি ঘর করবো।
তাই আমি সরকারের কাছে আবেদন করিতেছি যেনো সরকার আমাকে স্ত্রী মেয়ে নিয়ে থাকার জন্য কোন মতে থাকার ব্যবস্থা করে দেয়।
Facebook Comments