আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন, দাগনভূঞা সোনালী ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক এ.কে.এম ছদর উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের আহ্ববায়ক বীর মুক্তিযোদ্ধা এম.এ রব, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সভাপতি আজিম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক বিমল কান্তি ভৌমিক প্রমুখ। এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। আমাদের সবাইকেই তাদের সম্মান দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। আজ তাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করার মধ্য দিয়ে তাদের সম্মানিত করা হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের যুুগ্ম সম্পাদক পিন্টু লাল ভৌমিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া জানান, যারা বিদেশে বা বিভিন্ন স্থানে অবস্থানের কারণে অথবা অসুস্থতার কারণে সনদ বা কার্ড গ্রহণ করতে পারেননি তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে গ্রহণ করতে পারবেন। উপজেলায় মোট ৩০০ জন বীর মুক্তিযোদ্ধদের মধ্যে জীবিত বীর মুক্তিযোদ্ধা ১২৯ জনের মাঝে ১০৪টি ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। এবং মৃত ১৭১ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে ১১২টি পরিবারের সদস্যদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুপস্থিত ৮৪টি ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রয়েছে।
Facebook Comments