আবদুল্লাহ আল মামুন:
‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য দাগনভূঞায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদরাত হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোঃ ইস্কান্দর নূরী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আইনুল হোসাইন জিলানী, সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা লাইলী ও ইয়ারপুর মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রীর হোসনে আরা কাউসার প্রমুখ। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে ৩০ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Facebook Comments