স্টাফ রিপোর্টার:
রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নে কবিরাজ বাড়ির প্রতারক প্রবাসী মনির (৩৫) সিলেটের বালাগঞ্জ থানার বাদেহস্তিদুর গ্রামের ছবির মিয়া নামে এক যুবকের কাছ থেকে প্রতারণা করে ৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
সূত্রে জানা যায়,প্রতারক মনির দেশে থাকতেও মানুষের সাথে চিটারি বাটপারি করে আসছে। মানুষের সাথে প্রতারণা করার জন্য এলাকায় থাকতে পারেনি।তারপর ঢাকায় স্ত্রী সন্তান নিয়ে বাসা ভাড়া করে থাকতো। সেখান থেকে বিদেশে চলে যায়। সেখানে গিয়েও সাধারন মানুষের সাথে প্রতারণার ফাঁদ পাতে।তার প্রতারণার ফাঁদে পা দেয় সিলেটের সহজ সরল ছবির মিয়া নামে যুবক।
ভুক্তভোগী ছবির মিয়া বলেন,দীর্ঘ সময় অপেক্ষা করার পর বিদেশে পাঠাতে না পারায় তিনি তার টাকার জন্য মনির কে চাপ প্রদান করলে আজকাল দেব বলে সময় ক্ষেপন করতে থাকে।পরে মনির টাকা দিবে স্বীকার করে সময় নেয়।ওই সময়ও অতিবাহিত হওয়ার পর টাকা না দিয়ে ফোন বন্ধ করে দেয়।ভুক্তভোগী ছবির বলেন এই টাকা না পেলে হয়তো আমি বেঁচে থাকাই অসম্ভব হয়ে পড়বে।এ ব্যাপারে মনিরের সাথে হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
Facebook Comments