গোধূলী লগ্নে যেমন হঠাৎই
সূর্যের আলো ডুব দিয়ে হারিয়ে যায় ,
তেমনিই সময়ের অস্তাচলে যাত্রা ,
মানুষের জীবনের অনন্ত পথে গমন।
তবে সূর্য রাত পোহালেই দেখা দেবে আবার
মানুষ এমন আশা করতে পারে ,
কিন্তু সময় আর মানুষের জীবন ব্যতিক্রম ,
একবার ডুব দিয়ে হারিয়ে গেলে
তা আর আসবেনা ফিরে ,
দেখা যাবেনা এই দুইকে এই পৃথিবীর নীড়ে।
তেমনি এক গোধূলী বেলায় দাঁড়ীয়ে আমি , সময়ের অপেক্ষায় ,
হঠাৎই ডুব দেয়া সূর্যের মতো –
দিতে ডুব এই আমাকে , যেতে হবে হারিয়ে
এই পৃথিবীর রঙ্গমঞ্চে দেখা যাবেনা আমায় কভু ,
রঙ্গলীলায় উঠবোনা মেতে এই আমি,আমার শরীর।
সময়ের অতলান্তে তলিয়ে যাবে আমার সকল কিছু –
আমার নাম – পরিচয় – এই দেহ – সবকিছুই
বিলীন হয়ে যাবে প্রবাহমান সময়ের সাথে সাথে।
সময় শুধু বারেবার জানান দিয়ে যাচ্ছে
সময় হয়েছে হারিয়ে যাবার ,
বুঝে নাও জীবনের শেষ চাল
পাবেনা সময় জীবনকে ঘুছাবার।
আসবে সময় তুফান বেগে
নিয়ে যাবে তোমায় উড়িয়ে একদিন,
কালবোশাখী যেভাবে উড়িয়ে নিয়ে
করে দিয়ে যায় সব বিলীন।
নিবু নিবু প্রদীপের মত আমার জীবন ;
ক্ষনে ক্ষনে জ্বলছে আর ক্ষনে ক্ষনে নিবছে ,
জোড়াতালী দেয়া হৃদয়খানা মোর বারবার ছিড়ছে।
ঝরা পাতা যেমন হাওয়ার তালে উড়ে উড়ে
চলে যায় আবার ঘুরে ফিরে আসে ;
তেমনি আমার জীবন , নিঃশ্বাস যায় আর আসে ,
বন্ধ হবে হঠাৎ করেই
এই আমার জীবনের নিঃশ্বাস ,
যেমন তেলবিহীন প্রদীপের আলো
নিবে যাবে কবে নেই তার বিশ্বাস।
Facebook Comments